শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যৌন হয়রানির শিকার অস্ট্রেলীয় নৌ-ক্যাডেটরা

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার নৌবাহিনী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান নেভি ক্যাডেটসের (এএনসি) সদস্যরা ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। যৌন হয়রানি পর্যালোচনায় গঠিত অস্ট্রেলিয়ার নৌ বাহিনীর এক বিশেষ কমিশনের কাছে এক নারী ক্যাডেট অভিযোগ করেছেন তাকে জোরপূর্বক যৌন সম্পর্ক প্রতিষ্ঠায় বাধ্য করা হতো। বাধ্য করা হতো পরস্পরকে ধর্ষণ করতে। একজন ইন্সট্রাকটরের সঙ্গে যৌন সম্পর্কের ধারাবাহিকতায় আত্মহত্যা করা এক নারীর পূর্ণাঙ্গ তথ্যও হাতে পেয়েছেন তারা। এদিকে কয়েকজন সাবেক নৌসদস্য কমিশনকে জানিয়েছেন, মাঝরাতে মাঠে নিয়ে গিয়ে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। আরেকজন ১৫ বছর বয়সী নারী ক্যাডেট একজন ইন্সট্রাকটরের সঙ্গে যৌন সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে কমিশনকে জানিয়েছেন, যৌন হয়রানির শিকার হতে অস্বীকৃতি জানালেই তাকে ভয় দেখানো হতো। এমনি করে আরও অনেকে বিভিন্নভাবে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। ইন্ডিপেনডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন