শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গুজরাট দাঙ্গায় ‘নির্দোষ’ মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ সা¤প্রদায়িক সহিংসতা গুজরাট দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীসহ তার মন্ত্রিপরিষদকে নির্দোষ পেয়েছে ঘটনা তদন্ত গঠিত নানাবতী কমিশন। রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পাঁচ বছর পর বুধবার গুজরাটের বিধানসভায় উপস্থাপিত কমিশনের প্রতিবেদনের তথ্য তুলে ধরে ভারতের গণমাধ্যম এনডিটিভি এখবর দিয়েছে। ২০০২ সালে গুজরাটের গোধরায় ট্রেনে আগুনে ৫৯ জন হিন্দু নিহত হওয়ার ঘটনার স‚ত্র ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগ ছিলেন মুসলমান। ওই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী ও অক্ষয় মেহতার সমন্বয়ে বিচারিক তদন্ত কমিশন গঠন করেন। তিন দিন ধরে রাজ্যজুড়ে চলতে ভয়াবহ ওই সহিংসতা রোধে ‘প্রয়োজনীয় দক্ষতা এবং আগ্রহ না দেখানোর’ অভিযোগে কমিশন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বলে খবরে বলা হয়েছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন