শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সমারসেটে মুসলমানদের কবরস্থান নির্মাণের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাজ্যের স্থানীয় ব্রিটিশ মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটির দক্ষিণ-পশ্চিমের সমারসেট অঞ্চলে একটি মুসলিম কবরস্থান নির্মাণের দাবি জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশি অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন। ওই সংগঠনটি সমারসেটের টনটন শহরের স্থানীয় বাংলাদেশি স¤প্রদায়ের প্রতিনিধিত্ব করে। স্থানীয় কাউন্সিল কর্তৃক কবরস্থান নির্মাণের ব্যাপারে আশাবাদী তারা। অ্যাসোসিয়েশনের পক্ষে মেরাজ আজিজ বলেন, ‘টনটন শহরের মুসলিম জনসংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এই অঞ্চলের বৈচিত্র্যের জন্য আওয়াজ তোলা জরুরি।’ কবরস্থান প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তারা এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তারা জানিয়েছন, আমাদের জন্য কিছু করার চেষ্টা করবেন।’ সমারসেট ওয়েস্ট ও টনটন কাউন্সিল স‚ত্রে জানা গেছে, কবরস্থান নির্মাণের জন্য চ‚ড়ান্ত পরিকল্পনা দাখিল করা হলে সেগুলো যাচাই করবে কর্তৃপক্ষ। কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা মুসলিম স¤প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করতে চাই।’ ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুসারে, সমারসেটে মোট জনসংখ্যার দশমিক ৩ শতাংশ হচ্ছে মুসলমান। ইন্টারনেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন