ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী মার্সিলোতে গতকাল শনিবার ভোরে কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের হামলায় দুই ব্যক্তি নিহত ও ১৪ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হয়েছে। পুলিশ কমিশনার লরাঁ নুনেজ বার্তা সংস্থাকে একথা বলেন। নুনেজ বলেন, নিহত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। মধ্যরাতের পরপরই নগরীর উত্তরাঞ্চলীয় একটি এলাকার কনসোলেট হাউজিং এস্টেটে ওই ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়। তারা তাদের দাঁড়িয়ে থাকা গাড়িতে ছিল। কিশোরীটি পাশেই ছিল এবং এই হামলায় সে গুরুতর আহত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই বন্দর নগরীতে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছে। এএফপি।
মন্তব্য করুন