শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানের তালিবান অবস্থানে প্রথম মার্কিন বিমান হামলা

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী সদ্য অনুমোদিত নতুন আইনের অধ্যাদেশে সরাসরি প্রথম তালিবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে। গত শুক্রবার পেন্টাগন এ খবর জানায়। চলতি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন বাহিনীর তালিবানের বিরুদ্ধে হামলা করার ক্ষমতা ঘোষণা করে। ফলে মার্কিন সেনাদের আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার পাশাপাশি সরাসরি তালিবানের বিরুদ্ধে আক্রমণ করা তাদের জন্য সহজ হয়। পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, নতুন অধ্যাদেশে তালিবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সৈন্য। তবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কোন এলাকায় হামলা চালিয়েছে বা হামলায় হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি। মার্কিন বাহিনী ২০১৫ সাল থেকে শুধুমাত্র তালিবানের হামলা থেকে নিজেদের আত্মরক্ষা করত এবং আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে তালিবানের বিরুদ্ধে হামলার ব্যাপারে পরামর্শ দিত। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন