বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিলামে বিক্রি হলো প্রিন্সের গিটার

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েলো ক্লাউড নামের গিটারটি নব্বই এর দশকে অনেক কনসার্টে ব্যবহার করেছেন প্রিন্স। প্রয়াত পপ স্টার প্রিন্সের ব্যবহৃত একটি গিটার বিক্রি হয়েছে প্রায় এক লাখ চল্লিশ হাজার ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে নিলামে ইয়েলো ক্লাউড নামের যে গিটারটি বিক্রি হয়েছে সেটি সদ্য প্রয়াত এই পপ স্টারের খুব পছন্দের ছিলো। বার্তা সংস্থা বলছে মার্কিন ফুটবল টিম ইন্ডিয়ানাপোলিস কোল্টসের মালিক জিম আরসি গিটারটি কিনেছেন। এ বছরের এপ্রিলে দুর্ঘটনাবশত ঔষধের ওভারডোজে মারা যান প্রিন্স। আশির দশকে শুধু তার জন্যেই গিটারটি বানিয়েছিল একটি কোম্পানি। নব্বই এর দশকে অনেক কনসার্টে সেটি ব্যবহার করেছেন প্রিন্স। জিম আরসির সংগ্রহে আরো রয়েছে কিংবদন্তি মিউজিসিয়ান জন লেনন, বব ডিল্যান এবং গ্রেটফুল ডেড ব্যান্ডের জেরি গার্সিয়ার ব্যবহৃত বাদ্যযন্ত্র। গত ডিসেম্বরে বিটলস ব্যান্ডের ড্রামার রিংগো স্টারের ব্যবহৃত ড্রামস তিনি দুই মিলিয়ন ডলারে কিনেছেন। এখন প্রিন্সের গিটারটিরও যায়গা হলো এই সংগ্রহে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন