শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ সংখ্যা ২০১৮

ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

ভয়াবহ দাবানল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৭:৩৪ পিএম | আপডেট : ৭:৩৪ পিএম, ৩ জানুয়ারি, ২০২০

ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটাররা। চলতি বিগ ব্যাশে প্রতিটি ছয়ের জন্য রেডক্রসের তহবিলে আড়াইশো ডলার করে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, ফাওয়াদ আহমেদ ও ডিআর্চি শর্ট।
আজ (শুক্রবার) টুইটারে ক্রিস লিনের ঘোষনার পরপরই তার সাথে যোগ দেন ম্যাক্সওয়েল ও শর্ট। এছাড়াও দাবানলে ক্ষতিগ্রস্থ কয়েক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলা অজি ক্রিকেটারদের সই করা জার্সি নিলামে তুলেছে সিএ।
এরই মধ্যে প্রায় সতের হাজার ডলার সংগ্রহ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া মার্চে কিউইদের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচেও তহবিলের জন্য অর্থ সংগ্রহ করবে সংস্থাটি। মহৎ উদ্যোগে এগিয়ে এসেছে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসও। অর্থ সংগ্রহের পাশাপাশি আহত ও নিহত ফায়ার ফাইটারদের সম্মানে কালো ব্যাজ পরে খেলেছে সিডনি ও মেলবোর্ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন