শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিবাহ বিচ্ছেদবাবদ বিশ কোটি পাউন্ড দাবী স্ত্রীর

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক মডেল ও প্রিন্স এন্ড্রু’র বান্ধবী ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা এস্ত্রাদা তার সাবেক স্বামী সউদি ধনকুবের ওয়ালিদ জুফালি’র কাছ থেকে বিবাহ বিচ্ছেদবাবদ ২০ কোটি পাউন্ড দাবী করেছেন। লন্ডনের এক আদালতে তিনি বলেন, তিনি ও তার কন্যা যে ধরনের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন, তা অব্যাহত রাখতে তার একশো ৯৬ মিলিয়ন পাউন্ড প্রয়োজন। লন্ডনে হাইকোর্টে তিনি বলেন, যে ধরনের জীবন যাপনে তিনি ও তার কন্যা অভ্যস্ত হয়ে পড়েছেন, তার ব্যতিক্রম হলে তারা চলতে পারবেন না, ৬১ বছর বয়সী ওয়ালিদ জুফালি’র কাছ থেকে বিচ্ছেদের পর প্রতি বছর তার প্রয়োজন ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।
আদালতে এস্ত্রাদা বলেন, নিজের পোশাক-আসাক ও প্রসাধন সামগ্রী, তিনটি বাড়ির ও সেগুলোর কর্মচারীদের ব্যয় নির্বাহ, যানবাহনের ব্যয় ও মেয়ের পড়াশুনার খরচবাবদই তার ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড প্রয়োজন। ক্যান্সার আক্রান্ত ডক্টর জুফালি আদালতকে বলেন, তিনি তার সাবেক স্ত্রীকে বেভারলি হিলে একটি বাড়ি ও লন্ডনে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের সম্পত্তিসহ বিবাহ বিচ্ছেদবাবদ ৩৭ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছেন। কিন্তু এস্ত্রদা তা নিতে রাজি নন। তিনি বলেন, তার বিগত জীবনযাপনের সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি জুফালি’র এই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন