শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে নিহত ৬০, বহু আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১:০৮ পিএম

আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবানদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ্যবিহীন বিমানগুলো। এসব হামলায় ৬০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তালেবান কমান্ডারও রয়েছেন। আফগান সরকার বেসামরিক নাগরিক হতাহতের তদন্ত শুরু করেছে। স্থানীয় সসকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
বুধবারের হামলা সম্পর্কে হেরাত প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানায়, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে চালানো মার্কিন ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মুখপাত্র জাইলানি ফরহাদ বৃহস্পতিবার আরো বলেন, ইরান সীমান্তের নিকটবর্তী শিন্দান্দ জেলায় মোল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে হেরাতের প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান টোরাইলাই তাহিরি স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে জানিয়েছেন, হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।
হেরাত প্রাদেশিক কাউন্সিলের সদস্য ওয়াকিল আহমদ করখির বরাত দিয়ে টোলো নিউজ জানিয়েছে, বুধবার মার্কিন ড্রোন হামলায় মোল্লা নাঙ্গায়াল যোদ্ধাদের সঙ্গে বহু বেসামরিক লোক হতাহত হয়েছেন।
আফগানিস্তানে ন্যাটোর মিশন রেজলিউট সাপোর্ট, এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা।
২০১৩ সালে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর নাঙ্গায়ালে তালেবানের মূল শাখা থেকে বিচ্ছিন্ন হন এবং মোল্লা রসুল নামে পরিচিত এক কমান্ডারের নেতৃত্বে একটি ছোট ভাঙা দলে যোগ দেন।
এদিকে এক তালেবান প্রতিনিধির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করবে না। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাত্র একদিন পরই এ কথা বলেছেন তালেবানদের আলোচক দলের সদস্য সুহালি শাহিন।
আফগানিস্তানে গৃহযুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে তালেবান প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে ওই দীর্ঘ আলোচনার এখনও কোনো সুফল চোখে পড়ছে না। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা বহাল থাকা সত্তে¡ও আফগান সেনা ও সরকারি কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ করেনি তালেবানরা। অন্যদিকে দেশটিতে তালেবানদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধবিমানগুলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Md Sikander ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৭ পিএম says : 0
বিশ্ব সন্ত্রাসীদের ওস্তাদ।ইরানের আকাশ সীমায় গিয়ে ঘুরে আসেন ছালাম দেয়ার জন্য মিসাইল ফিট করে অপেক্ষায় আছে।ধন্যবাদ
Total Reply(0)
Abul Kasem ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৭ পিএম says : 0
এবার নিশ্চিত হলাম ইরানের হামলায় আমেরিকার ৮০জন সৈন্য নিহত হয়েছে।
Total Reply(0)
Shahin Alam Talukdar ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৮ পিএম says : 0
আমেরিকা প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করছে, তাই আমেরিকান দের এশিয়া থেকে বিদায় করা দরকার।
Total Reply(0)
Nurul Kabir ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৮ পিএম says : 0
পেন্টাগন বাস্তবেই একটি সন্ত্রাসি সংগঠন।
Total Reply(0)
Shaim Ahmed ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৮ পিএম says : 0
ইরানের সাথে সার খেয়ে আফগানিস্তানের সাথে বাহাদুরি দেখায়।
Total Reply(0)
বায়েজীদ হোসেন সাগর ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৮ পিএম says : 0
দখলদার মার্কিন বাহিনী হটাও, মানবতা বাঁচাও।
Total Reply(0)
Md Main Uddin ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৮ পিএম says : 0
ইরানের কাছ থেকে মার খেয়ে এখন আফগানিস্তানের বেসামরিক লোকজনের উপর হামলা চালায়।তোদের পতন অনিবার্য।
Total Reply(0)
Khairul Islam Anando ১০ জানুয়ারি, ২০২০, ৪:০৯ পিএম says : 0
আফগানিস্তনের একটা শক্ত মার খাইলে ফুটবে হারামিগুলা
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন