শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জঙ্গি ভিডিও ব্লক করতে আসছে নতুন উপায়!

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফেসবুকে বা গুগলে-ইন্টারনেটে ভয়ানক, বীভৎস আর লোমহর্ষক ভিডিও পোস্ট করে যাচ্ছে উগ্রবাদী ও জঙ্গিরা। এসবকে ঠেকানোর উপায় খুঁজে বের করা নিয়ে সংশ্লিষ্ট ইন্টারনেট কোম্পানিগুলোর বড়কর্তা ও প্রযুক্তিবিদদের ঘুম হারাম ছিল এতোকাল। অবশেষে সে উপায় খুঁজে পাওয়া গেছে। মানে চাইলেই বদলোকেরা আর যাচ্ছেতাই ভিডিও আপলোড করে দুনিয়াবাসীর রসভঙ্গ করতে পারবে না। একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে খবরটা জানিয়েছে একটা পশ্চিমা দৈনিক। এই অগ্রগতির কথা সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই প্রক্রিয়াটির সঙ্গে ওৎপ্রোত দুই ব্যক্তির বরাত দিয়ে। তারা বের করেছেন এক মোক্ষম স্বয়ংক্রিয় পদ্ধতি যে পদ্ধতিতে ফেসবুকে বা ইন্টারনেটের কোথাও কেউ হিংসাত্মক বা ভায়োলেন্ট কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই সাইট থেকে তা মুছে যাবে। সংশ্লিষ্টরা একে বড় এক গন্তব্যে পৌঁছার সঙ্গে তুলনা করছেন। ইউটিউব ও ফেসবুক এখন এই পদ্ধতির সফল প্রয়োগ ঘটাবে। বিশেষ করে আইসিস বা ইসলামিক স্টেট নামের গোষ্ঠীটির ভয়াল বীভৎস ভিডিও বা অনুরূপ কন্টেন্ট মুছে দিতে এই পদ্ধতি বড় এক মুশকিল আসান হয়ে আসছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন