ইনকিলাব ডেস্ক : পরিবারের ছোট শিশুটিকে নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। সে ব্যবস্থা করে ফেলেছে মোবাইল কোম্পানি নোকিয়া। তারা এমন একটি অ্যাপ সংযোজন করেছে, যাতে আপনার শিশুটি কোথায় কেমন আছে তা সহজেই বুঝতে পারবেন। ¯েœাফক্স নামের এই অ্যাপটি বলে দেবে আপনার কাছ থেকে দূরে অবস্থানরত শিশুটি কোথায় আছে ও কি করছে। এতে করে বিশেষভাবে বাচ্চাকাচ্চার ব্যাপারে কর্মরত দম্পতিদের দুশ্চিন্তা অনেকটা কমে যাবে বলে দাবী করেছে বিশ^খ্যাত মোবাইল কোম্পানি নোকিয়ার সাবেক নির্বাহী। এতে থ্রি-ডি ভয়েস কলের মাধ্যমে জানা যাবে শিশুর অবস্থান। শিশুরা এ ¯েœাফক্স ডিভাইসটি বন্ধ করতে পারবে না। ফলে সে ভয়ও থাকবে না যে, যদি বন্ধ করে রাখে তাহলে কিভাবে বোঝা যাবে। পকেট-লিন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন