ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আদালত ভবনের বাইরে এক ব্যক্তির গুলিতে দুই নারী নিহত হয়েছেন। আইনি বিবাদের জেরে ওই দুই নারীকে গুলিতে হত্যা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কর্তৃপক্ষ। গুলিবর্ষণকারী ওই পুরুষকে নাভাজো কাউন্টির সুপিরিয়র আদালতের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ওই আদালত ভবনের বাইরেই এক শুনানি শেষে দুই নারীকে গুলি করেন তিনি। নিহত দুই নারী ও গুলিবর্ষণকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন