শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিঃসরিত কার্বন কমানোর ঘোষণা মাইক্রোসফটের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিশাল প্রতিষ্ঠান চালাতে বিগত ৪৫ বছরে বায়ুমন্ডলে যে পরিমাণ কার্বন নিঃসরণ করতে হয়েছে তা মুছে ফেলবে তারা। জলবায়ু রক্ষায় প্রয়োজনী ব্যবস্থা নিতে ১০০ কোটি ডলারের একটি তহবিল গড়ে তুলবে তারা। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডবিøউএমও) এর প্রতিবেদন অনুসারে, পৃথিবীর বায়ুমÐলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভ‚মিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। মাইক্রোসফটের এই পদক্ষেপ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলমান কিংবা ভবিষ্যতের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন