শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গোয়াদর বন্দর দিয়ে ট্রানজিট কার্গো চলাচল শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তানের সদ্য চালু হওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোয়াদর সমুদ্রবন্দর স্থলবেষ্টিত আফগানিস্তান থেকে আসা-যাওয়া করা ট্রানজিট কার্গোগুলোর ব্যবস্থাপনার কাজ শুরু করেছে। এর মাধ্যমে ইসলামাবাদের সাথে চীনের বহু বিলিয়ন ডলারের সহযোগিতায় নির্মিত বন্দরটির গুরুত্বপ‚র্ণ অর্জনের স‚চনা হলো। বুধবার এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন আফগান কার্গো ভর্তি প্রথম জাহাজটি মঙ্গলবার গোয়াদর পৌঁছায়। কন্টেইনারগুলোকে আফগানিস্তানে নেয়ার জন্য ট্রাকে লোড করা হবে এবং পাকিস্তানের সীমান্তবর্তী চামান শহর দিয়ে সেগুলো আফগানিস্তানে নেয়া হবে। ভিওএ তাদের রিপোর্টে এ তথ্য জানিয়েছে। কাবুল ঐতিহ্যগতভাবে সড়ক পরিবহনের জন্য পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া সড়কগুলোর উপর নির্ভর করেছে। ইসলামাবাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তির অধীনে ম‚লত দক্ষিণাঞ্চলের করাচি বন্দর এবং পোর্ট কাসিম বন্দর দুটি তারা ব্যবহার করে আসছে। গালফ টুডে, এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন