ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যেতে গণভোটের সিদ্ধান্ত কার্যকর নাও হতে পারে বলে গত মঙ্গলবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এছাড়া এ নিয়ে লন্ডনের তাড়াহুড়া নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের সঙ্গে আলোচনার একদিন পর এ মন্তব্য করলেন কেরি। ক্যামেরনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ব্রিটিশ এই নেতা ইইউ থেকে বেরিয়ে যেতে চান না। কিন্তু বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় তিনি অসহায় বোধ করছেন। যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাসপেনে এক অনুষ্ঠানে ব্রেক্সিট সম্পর্কে কেরি বলেন, এ এক জটিল বিচ্ছেদ। ইইউ ছাড়তে লিসবন চুক্তির আর্টিকেল-ফিফটি কার্যকরে ক্যামেরন অনিচ্ছুক বলেও জানান কেরি। আর্টিকেলটি কার্যকর করতে প্রজ্ঞাপন জারির দুই বছরের মধ্যে আলোচনায় থাকা পক্ষগুলোকে বিচ্ছেদ বিষয়ে করণীয় সবকিছু নির্ধারণ করতে হয়। এর আগে গত সোমবার ব্রিটিশ প্রধামন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট সফর করেন জন কেরি। ব্রেক্সিট থেকে পেছনে ফিরে আসার সুযোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় এখনো বেশকিছু পথ রয়েছে। ওয়াশিংটন সব সময়ই যুক্তরাজ্যের ইইউতে থাকাকে দৃঢ়ভাবে সমর্থন করে এসেছে। গত সপ্তাহের গণভোটে ইইউ ছাড়ার পক্ষে বেশিরভাগ ব্রিটিশ জনগণের রায়ের পর কিছুটা হতাশায়ও আছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইইউ ছাড়ার জন্য লন্ডনের কোনো তাড়াহুড়া নেই। কেরি বলেন, ইইউ ছাড়তে লিসবন চুক্তির আর্টিকেল-ফিফটি বলবৎ করতে ক্যামেরন অনিচ্ছুক। আর্টিকেলটি বলবৎ করতে প্রজ্ঞাপন জারির দুই বছরের মধ্যে আলোচনায় থাকা পক্ষগুলোকে বিচ্ছেদে করণীয় সবকিছু নির্ধারণ করতে হয়। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন