রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুই দেশের সঙ্কট অধ্যায়ের অবসান

পুতিন-এরদোগান ৪০ মিনিট আলাপ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কয়েক মাসের কূটনৈতিক উত্তেজনার পর রাশিয়া তার নাগরিকদের তুরস্ক সফরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। এছাড়া উভয়ের সুবিধার্থে বাণিজ্য সম্পর্ক আবার পুনর্বহাল করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত বুধবার বলেছেন যে তিনি তুরস্কের সাথে সাধারণ বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছেন। গত বছর সিরিয়া সীমান্তে তুরস্ক রাশিয়ার একটি জঙ্গিবিমান ভূপাতিত করার পর দুটি দেশের সম্পর্কে অচলাবস্থার সৃষ্টি হয়। আমি পর্যটন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই এক্ষেত্রে আমরা প্রশাসনিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন পুতিন। গত মাসে তুরস্কে রাশিয়ার পর্যটন গত বছরের একই সময়ের তুলনায় ৯০ ভাগ কমে গেছে বলে জানিয়েছে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। রাশিয়ার বিমান ভূপাতিত করার জন্য পুতিনের কাছে এক চিঠিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান দুঃখপ্রকাশ করার পর মস্কোর এই উদ্যোগ এলো।
পুতিন বলেন, ওই চিঠি দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্কট অধ্যায়ের সমাপ্তি টানার পরিবেশ তৈরি করেছে।  এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টেলিফোনে কথা বলেছেন। গত বুধবার এই দুই নেতার মধ্যে ৪০ মিনিট কথা হয় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফোনালাপ সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, দুই নেতার ফোনালাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক। তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪১ জন নিহত ও ১৪৭ জন আহত হওয়ার পর এই ফোনালাপ হয়। আলজাজিরা ও প্রেসটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন