মুসলিম স¤প্রদায়ের মধ্যে বহুবিবাহের রীতি এবং ‘নিকাহ হালালা’-এর বিরুদ্ধে করা জনস্বার্থ মামলার বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিপিএলবি)। সোমবার সুপ্রিম কোর্টকে মুসলিম ল’ বোর্ড জানিয়েছে যে, ১৯৯৭ সালের এক রায়ের মাধ্যমে এর আগেই বিতর্কের মীমাংসা হয়ে গিয়েছে। বোর্ডের যুক্তি, ব্যক্তিগত আইনের ক্ষেত্রে মৌলিক অধিকার খন্ডনের অভিযোগ জানানো যায় না। উল্লেখ্য, ১৯৯৭ সালে মুসলিম সমাজে চালু এই রীতির বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। সেই সময় শীর্ষ আদালত জানিয়েছিল, বিষয়টি যেহেতু নীতিগত সিদ্ধান্তভিত্তিক, সেই কারণে তাতে আদালতের হস্তক্ষেপ অনুচিত। মামলাকারী অশ্বিনী কুমার উপাধ্যায় তার সামপ্রতিক অভিযোগে দাবি করেছেন, বহুবিবাহ ভারতীয় দন্ডবিধির ৪৯৪ ধারার পরিপন্থী এবং ‘নিকাহ হালালা’ প্রকারান্তরে ধর্ষণ, যা ভারতীয় দন্ডবিধির ৩৭৫ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আরও বলা হয়েছে, ধর্মীয় নেতা, ইমাম ও মৌলবীরা যাঁরা এই সমস্ত রীতিকে সমর্থন ও বাস্তবায়িত হতে উদ্যোগ নেন, তারা নিজেদের পদাধিকারের অপপ্রয়োগ করে মুসলিম মহিলাদের দমন করছেন। এই কারণে এই দুই রীতি সংবিধানের ১৪,১৫ ও ২১ নম্বর পরিচ্ছেদে দেওয়া মৌলিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ করা হয়েছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন