ইনকিলাব ডেস্ক : গণমাধ্যমে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চীন সফরের খবরা-খবর নিয়ে দেশটির জনপ্রিয় মাইক্রোব্লগ সিনা উইবোতে হাসি-ঠাট্টায় মেতেছেন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম মি. জাকারবার্গের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করলেও ওয়েব ব্যবহারকারীরা চীন সফরকালে তার বিভিন্ন কর্মকা- নিয়ে ঠাট্টা করছেন, যার মধ্যে রয়েছে বেইজিংয়ের কুয়াশাচ্ছন্ন তিয়েনামেন স্কয়ারে জগিং করা, মহাপ্রাচীর পরিদর্শন এবং চীনের প্রপাগান্ডা প্রধান লিউ ইয়ুনশানের সাথে বৈঠক। প্রায় ৫ কোটি ফলোয়ারের সিনা উইবোর ব্রেকিং নিউজ অ্যাকাউন্ট থেকে প্রশ্ন করা হয়েছে ফেসবুক কি এবার চীনের বাজারে সফলভাবে প্রবেশ করতে পারবে? যদিও চীনে ফেসবুক বন্ধ, তবে সেন্সরশিপ কাটিয়ে পোস্টটি দেয়া হয়। ওয়েবসাইট।
মন্তব্য করুন