বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশীয় বিমানের ইঞ্জিন দক্ষিণ আফ্রিকায়

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার এক সমুদ্র সৈকতে একটি বিধ্বস্ত বিমানের ইঞ্জিনের ভাঙা অংশ খুঁজে পাওয়া গেছে। দক্ষিণ উপকূলের মসেল উপসাগরের কাছে খুঁজে পাওয়া ইঞ্জিনের অংশটি মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইঞ্জিনের টুকরো পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। এমএইচ ৩৭০-এর ইঞ্জিনের ভাঙা অংশ হতে পারে এই টুকরোটি। দক্ষিণ আফ্রিকার সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের ভাঙা অংশটি সংগ্রহ করার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে তা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন