দ্রুত ছড়াচ্ছে চীনের করোনাভাইরাস। সবশেষ দেশ হিসেবে এবার যুক্তরাজ্যেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা জানিয়েছে, দেশটিতে দুজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত দুই ব্যক্তি একই পরিবারের সদস্য এবং তাদের বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে আক্রান্ত ব্যক্তিদের পরিচয় বা তাদের কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাণঘাতী এই নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ২১৩ জনের মৃত্যু হয়েছে। আর কেবল চীনেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০ হাজারের পৌঁছেছে। এদিকে চীনের বাইরে আরও অন্তত ১৮টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) খুব ভালোভাবে প্রস্তুত রয়েছে এবং সংক্রমণ ব্যবস্থাপনায় অভিজ্ঞ এবং আরও বিস্তার ঠেকাতে ওই রোগীরা যাদের সংস্পর্শে এসেছে তা দ্রুত শনাক্ত করার কাজ চলছে। গার্ডিয়ান।
মন্তব্য করুন