ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সোমালিয়ার লাফোলে শহরে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, একটি মিনিবাস সেটার পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে বিদ্রোহী দল আল শাবাব প্রায়ই বেসামরিক জনগণ ও সামরিক বাহিনীর ওপর বিভিন্ন ধরনের হামলা চালিয়ে থাকে। দলটি পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটাতে চায়। পুলিশ কর্মকর্তা আবিদকাদির মুহাম্মদ রয়টার্সকে জানান, বাসের ভেতরে থাকা চালকসহ ১৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছে। রিমোট নিয়ন্ত্রিত বোমার মাধ্যমে হামলাটি করা হয়েছিল। বাসটির সঙ্গে থাকা আরেকটি গাড়ির চালক নুর আহমেদ জানান, মিনিবাসটির পেছনে সেনাসদস্য ভর্তি একটি ট্রাক যাচ্ছিল। সেই ট্রাকটি ওভারটেক করলে ওই বাসটিতেই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, বাহিনীর বাসটিকেই আক্রমণ করার উদ্দেশ্য থাকলেও সেটি ব্যর্থ হয়ে মিনিবাসটিকেই আক্রান্ত করে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন