শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ন্যাটো ও ইইউ ছাড়তে এবার গণভোটে যাচ্ছে চেক রিপাবলিক

চেক প্রজাতন্ত্রের বেশিরভাগ ভোটার ইইউর ওপর আস্থা রাখতে পারছে না

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের পর এবার ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য গণভোটের ডাক দিয়েছে চেক রিপাবলিকের প্রেসিডেন্ট মিলোস জিম্যান। ইইউ’র পাশাপাশি চেক প্রজাতন্ত্র ন্যাটোর অন্তর্ভুক্ত থাকবে নাকি থাকবে না সে প্রশ্নেও গণভোটের আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান তার দেশ উভয় জোটের সদস্য থাকুক। চেক বেতারে এক অনুষ্ঠানে জিম্যান বলেন, যারা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে চায় আমি তাদের সঙ্গে একমত নই। কিন্তু তাদের জন্য একটি গণভোট আয়োজন করা এবং এর মধ্য দিয়ে তাদের ইচ্ছা প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য আমি সবকিছু করব। ন্যাটোর সদস্য থাকা-না থাকা নিয়েও গণভোট আয়োজনের চেষ্টা করব আমি।
প্রেসিডেন্টের ক্ষমতাবলে জিম্যান গণভোটের আহ্বান করতে পারবেন না, এজন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন পড়বে। কিন্তু জিম্যানের এই আহ্বান দেশটিতে সাড়া ফেলতে পারে। কারণ, তার ওপর জিম্যানের মতো প্রভাবশালী নেতা গণভোট আয়োজনের পক্ষে কথা বলছেন। ২০০৪ সালে চেক প্রজাতন্ত্র ইইউতে যোগ দেয়। এপ্রিলে সিভিভিএম ইন্সটিটিউট পরিচালিত একটি মতামত জরিপে দেখা যায়, ইইউ সদস্যপদ নিয়ে চেক নাগরিকরা সন্তুষ্টি ২৫ শতাংশে নেমে এসেছে। এ বছরের শুরুতে করা অন্য একটি মতামত জরিপের তুলনায় যা ৩২ শতাংশ কম। প্রতিবেশী স্লোভাকিয়ায়ও একই প্রশ্নে গণভোট আয়োজনের জন্য দেশটির ডানপন্থী পিপলস পার্টি একটি পিটিশন উত্থাপনের পরিকল্পনা করেছে। শরণার্থী সংকট নিয়েই ব্রিটেনবাসী ইইউ ত্যাগের পক্ষে ভোট দিয়েছেন বলে মনে করেন তিনি। গত বছর থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এবং এশিয়ার দারিদ্র্যপীড়িত কয়েকটি দেশের শরণার্থী ¯্রােতের মতো ইউরোপে প্রবেশ করতে শুরু করেছে। শরণার্থীদের এই ঢল সামলাতে ইইউকে হিমশিম খেতে হচ্ছে। ইইউ কোটা পদ্ধতিতে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে শরণার্থীদের বণ্টন করে দেয়ার পরিকল্পনা করেছে। এতে রাজি নয় বহু ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশ। কিন্তু নিজেদের ইচ্ছার বিরুদ্ধে শরণার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে ঠেলে দেয়ায় দেশগুলোর জনমত ইইউ’র বিরুদ্ধে চলে যাচ্ছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন