ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ১০ জন নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে জানায় ইতালীয় কর্তৃপক্ষ। গত বছর শত শত যাত্রী নিয়ে লিবিয়া উপকূলে ডুবে যাওয়া একটি নৌকার ধ্বংসাবশেষ গত সোমবার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সে নৌকা থেকে লাশগুলো বের করে আনার প্রস্তুতি নিচ্ছিল ইতালীয় কর্তৃপক্ষ। এমন সময়ই একটি ডিঙ্গি নৌকা ডুবে যাচ্ছে বলে খবর পান তারা। ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র ক্যাপ্টেন কোসিমো নিকাস্ত্রো জানান, আংশিক ডুবে যাওয়া একটি ডিঙ্গির নিচের দিক থেকে ১০ নারীর লাশ উদ্ধার করা হয়। ডুবন্ত ওই ডিঙ্গি থেকে ১০৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ডের টহল নৌকা। ওই একই টহল নৌকায় করে অন্য তিনটি রাবার নৌকায় থাকা ১১৬ জন অভিবাসীকেও উদ্ধার করা হয়। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন