ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দু’টি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬১ জন। গতকাল রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়। হাসপাতাল ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি এই তথ্য জানিয়েছে। প্রথম হামলায় বাগদাদের কারাদা জেলায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হন। এই ঘটনায় আরো ৪৫জন আহত হন। এর কিছু সময় পরই বাগদাদের পূর্বাঞ্চলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয়। এতে পাঁচজন নিহত ও ১৬ জন আহত হন। তথ্য প্রকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত নন এমন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কারাদা জেলায় হামলার ঘটনার দায় আইএস স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, শিয়াদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। তবে দ্বিতীয় হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন