ইনকিলাব ডেস্ক : ফুটবল তারকা লিওনেল মেসি জাতীয় দলে ফিরে আসুক, এই দাবিতে রাজপথে নেমেছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। গত শনিবার বিকেলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কয়েকশ’ আর্জেন্টাইন মেসির ফেরার দাবিতে রাজধানী বুয়েনস আয়ার্সের কেন্দ্রস্থলে সমবেত হয়ে তাদের আকুতি প্রকাশ করেন। রাজধানীর কেন্দ্রীয় এলাকার অবেলিস্কো মনুমেন্টের পাশে সমবেত এসব ভক্ত ব্যানার নাড়িয়ে, মেসির নামে বিভিন্ন প্রশংসাসূচক শ্লোগান দিয়ে মেসিকে জাতীয় দলে ফেরার অনুরোধ জানান তারা। কোনো খেলায় আর্জেন্টিনা জিতলে ঐতিহ্যগতভাবে এখানেই সবাই সমবেত হয়ে জয় উদযাপন করে আর্জেন্টাইনরা। ভক্ত সান্টিয়াগো বোরদেরো বলেন, প্রতি ৫০ কোটি বছরে একটি মেসি আসে এমন একটি কথা আছে, আমরা এটি উদযাপন করছি আর এই সময়টিতে আমরা আছি বলে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর জাতীয় দলকে হঠাৎই বিদায় বলে দেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার মেসি।কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের তিনটি ফাইনাল ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মেসির দল, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালেও হেরেছে মেসির আর্জেন্টিনা। চিলির সঙ্গে এবারের কোপা ফাইনালে আজেন্টিনার হয়ে তার নেওয়া প্রথম পেনাল্টি শট লক্ষ্যভ্রষ্ট হয়। হেরে যাওয়ার পর ডাগআউটের কাছে বসা মেসিকে কাঁদতে দেখা যায়। খেলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মেসি বলেন, আমার মনে হয় এটিই সময়, দলে আমার পর্ব শেষ। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন