শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

স্টিফেন হকিংকে হত্যার হুমকি : একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪১ বছর বয়সী ওই মার্কিন নারীকে স্পেন থেকে গ্রেপ্তার করা হয়। স্পেনের স্থানীয় একটি পত্রিকা জানায়, অধ্যাপক স্টিফেন হকিং স্পেনীয় দ্বীপ টেনেরিফেতে পুলিশ বেস্টিত হয়ে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় তাকে হত্যার হুমকিটি দেয়া হয়। গত কয়েক বছর ধরেই টুইটারে এবং ই-মেইলে কয়েকশ অনাকাক্সিক্ষত বার্তা দেয়া হয়েছে হকিংকে। টেনেরিফেতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে বেশকিছু বার্তা পাঠানো হয় হকিংয়ের কাছে। এর মধ্যে একটিতে বলা হয়, এরপর আমি আপনার কাছে আসছি এবং আপনাকে হত্যা করতে পারি। বার্তাটি দেখে হকিংয়ের বাচ্চাদের একজন বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। স্পেনের অপর একটি সংবাদ মাধ্যম জানায়, গ্রেপ্তারকৃত ওই নারী মার্কিন নাগরিক হলেও তিনি নরওয়েতে বসবাস করতেন। তাকে স্থানীয় একটি হোটেলে আটক করে রাখা হয়েছে। উল্লেখ্য, হকিং ওই অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট একদিন মানবজাতির জন্য হুমকি হয়ে আসতে পারে। তিনি বলেন, আমি মনে করি না কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতি খুব বেশি প্রয়োজন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন