শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা প্রশ্নে আইএমএফ প্রধান

অর্থনীতিতে নেতিবাচক প্রভাব হতে পারে ‘সামান্য’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার বলেছেন, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাবের কথা এখনই বলা যথেষ্ট আগাম হবে, তবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব ‘সামান্য’ হতে পারে। চীনে নতুন করোনা ভাইরাস মহামারীতে নিহতের সংখ্যা ১,৩৫০ ছাড়িয়ে গেছে,তবে আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকে ভাইরাসের প্রভাব কমতে শুরু করবে। সিএনবিসি টেলিভিশনকে জর্জিয়েভা বলেন, আইএমএফ আশা করছে অর্থনৈতিক প্রভাব হবে ‘ভি আকৃতির’ ; এতে চীনের অর্থনীতিতে দ্রুত পতনের পর তা দ্রুত পুনরুদ্ধার হবে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এ ধারণা যথেষ্ট আগাম’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন