ইনকিলাব ডেস্ক : মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় রোববার দুটি বোমা হামলায় দুই মিশরীয় পুলিশ ও দুই সৈন্য নিহত হয়েছে। এই এলাকায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। ভোরে গাজার সীমান্তবর্তী রাফাহ্ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশী অভিযান চালানোর সময় তাদের গাড়ি একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই পুলিশ নিহত হয়। কর্মকর্তারা আরো বলেন, সিনাইয়ের উত্তরাঞ্চলে শেখ জুওয়াইদে একই ধরনের অপর হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন