ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানীর বাইরে একটি শিয়া মাজারের কাছে রোববার পৃথক বোমা বিস্ফোরণে ৭১ জনে দাঁড়িয়েছে। বহু লোক আহত হয়েছে। জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা এ হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণে সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে, বেশ কয়েকটি গাড়ি ও একটি বাস উল্টে ও দুমড়েমুচড়ে গেছে এবং জানালাগুলো চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত যখন জেনেভায় নতুন করে আলোচনার জন্য চেষ্টা করছে ঠিক তখনই এ হামলা হল। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সৈয়দা জয়নাবের মাজারের কাছে দুটি বিস্ফোরণে ৫ শিশুসহ ৭১ জন নিহত হয়েছে। সংগঠনটি জানায়, প্রথমে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর জটলা লক্ষ্য করে আরো একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সিরিয়ার গণমাধ্যমের খবরে এর আগে বলা হয়েছিল, তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ঘটনাস্থলেই ৫০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, মাজারের কাছে একটি বাসস্টেশনে প্রথম একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ওই এলাকায় জটলা তৈরি হলে দুই আত্মঘাতী হামলাকারী তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সৈয়দা জয়নব মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর নাতনি এবং তার মাজারটি বিশেষত শিয়া মুসলিমদের একটা তীর্থ স্থান। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন