শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জেনেভা শান্তি আলোচনায় সউদি আরব ও তুরস্ক সিরিয়ার বিরোধীদের সমর্থন করলো

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরব ও তুরস্ক সিরিয়ার বিরোধীদের সমর্থন করেছে। গত শুক্রবার জেনেভায় সিরিয়া শান্তি আলোচন শুরু হয়েছে। সেখানে সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আলোচনা হলেও বিভিন্ন দেশের স্বার্থ ও সক্রিয়া অবস্থান রয়েছে। গত রোববার সউদি পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবেইরি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভিসোগল সিরিয়ার সরকার বিরোধীদের যৌথ সমর্থন জানান। রিয়াদে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অভিন্ন ঘোষণায় বলা হয়েছে, আমরা দুই দেশ সিরিয়ার বিরোধী দলের কর্মকা-কে আন্তর্জাতিক সম্মেলন সমর্থ দিয়েছি। তুর্কির উচ্চতম কূটনীতিক জানিয়েছেন, আমরা সিরিয়ায় মানবিক সাহায্য পাঠানো জন্য প্রস্তুত রয়েছি। সিরিয়ার সাধারণ মানুষ খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন