শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে অনলাইনে নারী নির্যাতন বাড়ছে

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে অনলাইনে নারী নির্যাতনের হার দিন দিন বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রেই নারীদের প্রযুক্তি বিষয়ে বেশি জ্ঞান না থাকায় এবং সঙ্গীকে বিশ্বাস করায় বিপদে পড়ছে নারীরা। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে এসব নির্যাতনের ঘটনা বেশি ঘটে। অনলাইনে অপরাধ সংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ ব্যুরোও তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না এমন সব অপরাধে। ভারতের তামিলনাডুতে এক নারীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় অবশেষে সে আত্মহত্যা করে। গতমাসের প্রথম দিকে চেন্নাইয়ে এক প্রতিবেশি খুন হন পাশের বাড়ির এক ব্যক্তির হাতে। প্রতিবেশি অভিযোগ করে খুন হওয়া ব্যক্তি তার স্ত্রীকে ফেসবুকে প্রতিনিয়ত বিরক্ত করত। অনলাইনে সামাজিক যোগাযোগ সাইট যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে ঠিক সেভাবেই এ সাইটগুলোর মাধ্যমেই অপরাধও বাড়ছে। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন