শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বৈরশাসনই প্রয়োজন : সাদ্দামের প্রশংসায় ট্রাম্প

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের সাবেক প্রেসিডেন্ট মরহুম সাদ্দাম হোসেনের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। উত্তর ক্যারোলিনার রালিগে এক নির্বাচনী জনসমাবেশে ট্রাম্প বলেন, সাদ্দাম হোসেনকে আমরা একজন খারাপ মানুষ হিসেবেই জানি। কিন্তু তিনি তো সন্ত্রাসীদের হত্যা করেছিলেন এবং আমার মতে তিনি এটি খুব ভালো কাজ করেছিলেন। স্থানীয় সময় গত বুধবার রাতে ওই সমাবেশে ট্রাম্প আরো মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসলে স্বৈরশাসনই প্রয়োজন। প্রকাশিত সংবাদে এপি ও সিএনএন জানায়, চলতি শতকের শুরুতে ইরাকে হামলার পক্ষের অন্যতম সরব মুখ ছিলেন তখনকার ধনী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি বিশ্বব্যাপী ধারাবাহিক সন্ত্রাসী হামলার কারণে তিনি তার আগের ধারণা থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন। ট্রাম্প এর আগেও স্বীকার করেছেন, ইরাকে হামলা করা ছিল বড় ভুল। চলতি বছরে এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেছিলেন, এখন আইএসের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর অন্যতম লিবিয়া ও ইরাক। এখন যদি লিবিয়ার শাসক গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম জীবিত থাকতেন, তাহলে সন্ত্রাসবাদ এতটা বিস্তৃত হতে পারত না। ট্রাম্প বলেন, আমরা যদি সাদ্দাম হোসেন ও গাদ্দাফিকে ক্ষমতায় রাখতাম, তা হলে উভয় দেশই আরো স্থিতিশীল থাকত এবং সন্ত্রাসীরা ওই সব দেশ দখল করতে পারত না। ট্রাম্প আরো বলেন, তারা খারাপ ছিলেন, আসলেই খারাপ ছিলেন, কিন্তু আমাদের রাজনীতিকরা যদি যুদ্ধে না যেতেন তা হলে আমরা আরো ভালো থাকতাম। অপর এক খবরে বলা হয়, ইরাকের সাবেক  স্বৈরশাসক সাদ্দাম হোসেনের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, সাদ্দাম একজন খারাপ মানুষ ছিলেন, তবে সত্যিই সে খারাপ ছিল। সে একটা ভালো কাজ করতো। সেটা হলো সন্ত্রাসীদের হত্যা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের শাসকের প্রয়োজন। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার কারণে তিনি তার আগের ধারণা থেকে সরে এসে  বলেন, লিবিয়া এবং ইরাকে এখন আইএস শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। যদি লিবিয়ার শাসক গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম জীবিত থাকতো তাহলে তাদের জন্য ভালো হতো। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন