বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ড্রোন হামলায় সিরিয়ার দুই ডজনের বেশি সেনা নিহত এরদোগান-পুতিন বৈঠক মস্কোতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

তুরস্কের হামলায় গত দুদিনে ৪৭ সিরীয় সেনা নিহতের কথা জানিয়েছে দি সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস। হামলার জন্য রাশিয়াকে ইঙ্গিত করে আঙ্কারা সীমান্ত খুলে দিলে ইউরোপে অভিবাসীর ঢল নামে। উত্তেজনা বাড়তে থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সাম্প্রতিক সংঘর্ষের পর ‘গুরুতর পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। এরদোগানকে ফোনে পুতিন যেকোনো পরিস্থিতিতে আলোচনার দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন। উভয় নেতা ইদলিবে যুদ্ধবিরতি কার্যকরে প্রয়োজনীয় সব করতে সম্মত হয়েছেন। উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে এরদোগান মস্কো সফর করবেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সেনা নিহতের পর আলোচনার জন্য ৫ মার্চ মস্কোতে পুতিনের সঙ্গে বসছেন এরদোগান। এতে ফ্রান্স ও জার্মানির শীর্ষনেতা থাকতে পারেন।’ এরই মধ্যে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র রুশ মদদে বিদ্রোহীদের ওপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর হামলা বন্ধের আহবান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরদোগানকে ফোন করে হামলার জন্য নিন্দা জানান। হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘সিরিয়ায় যখনই ন্যাটো বাহিনী সফল হতে চলে, রাশিয়া পরিকল্পিকভাবে সব ভেস্তে দেয়। আসাদকে রক্ষায় তারা সমস্ত হামলার দায় এড়াতে পারে না।’ বার্তা সংস্থা এএফপি বলছে, শক্তিধর রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সিরিয়ায় দীর্ঘ আট বছর গৃহযুদ্ধ চলে আসছে। জাতিসংঘের তথ্যে, সংঘাতে শিশুসহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অর্ধেকই শিশু। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো বলে মনে করা হচ্ছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশে সিরিয় সেনাদের দুটি অবস্থানে তুর্কি ড্রোন থেকে হামলা চালালে ২৬ সেনা নিহত হয়। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিলেন। ইদলিব পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও সম্ভবত মস্কো এবং আঙ্কারা অনেক বেশি মুখোমুখি অবস্থানে চলে গেছে। রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। টিআরটি টার্কি, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন