শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি জয় পেয়েছে। আর পরাজয় মেনে নিয়ে ম্যালকম টার্নবুলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান বিল শর্টেন। মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে শর্টেন বলেন, নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার যে, ম্যালকম টার্নবুল ফের সরকার গঠন করছেন। এ সময় তিনি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও উল্লেখ করেন। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০ আসনের মধ্যে কে কত আসন পেয়েছেন তা জানা যায়নি। এদিকে, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি টার্নবুলের জন্য ইতিবাচক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২ জুলাই অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরাই ফের ক্ষমতায় আসছে সে সময় থেকেই এমন গুঞ্জন চলছিল। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন