জেনেরালাইজড স্কিম অব প্রিফারেন্স প্লাস (জিএসপি+) ব্যবস্থার আওতায় পাকিস্তানের অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা অব্যাহত থাকবে বলে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ঘোষণা দিয়েছে। পাকিস্তান প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা আব্দুল রাজাক দাউদ এ কথা জানিয়েছেন। সুবিধা বৃদ্ধির জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে দাউদ পাকিস্তানের প্রাদেশিক কর্তৃপক্ষ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি জিএসপি+ এর পূর্ণ সুবিধা হাসিল করার জন্য আহবান জানান। উপদেষ্টা বলেন, এটা আমাদের জনগণের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা জোরদারের সদিচ্ছাকে আরো শক্তিশালী করবে। এই সুবিধার সর্বোচ্চ গ্রহণ করার জন্য আমি আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে তাদের পণ্য বৈচিত্রপূর্ণ করার আহবান জানাবো। পাকিস্তান টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন