শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে টাইফুনের আঘাতে নিহত ৯

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাইওয়ানের পর চীনে তা-ব চালানো সুপার টাইফুন নিপারতাক এর আঘাতে চীনে কমপক্ষে ৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৮ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় গত শনিবার দুপুরে দিকে চীনের উপকূলীয় ফুজিয়ান প্রদেশ অতিক্রম করে নিপারতাক। এর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। অনেক ঘরবাড়ি ও গাছপালা উপড়ে যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। ফুজিয়ান ওয়াটার রিসোর্স বিভাগ জানায়, অন্তত সাড়ে চার লাখ মানুষকে পুনর্বাসন করা হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকশ’ ফ্লাইট ও ট্রেন। এর আগে স্থানীয় সময় গত শুক্রবার  সকাল সাড়ে ৬টায় এটি তাইওয়ান উপকূলে আঘাত হানে। এতে অন্তত ৩ জনের প্রাণহানি হয়। প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ল-ভ- হয়ে যায় ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা। বন্ধ রাখা হয় প্রায় ৬শ’ ফ্লাইট। টাইফুনটি চীন উপকূলের পথ ধরলে সর্তকতা হিসেবে চায়না স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন (এসওএ) রেড অ্যালার্ট জারি করে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন