শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গণভোটের দাবি পাকিস্তানের

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরে মানবাধিকার হরণের অভিযোগ তুলে সেখানে অবাধ ও পক্ষপাতহীন গণভোটের দাবি জানিয়েছে পাকিস্তান। গত রবিবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানির বিচারবহির্ভূত হত্যা এবং অনেক নিরীহ কাশ্মীরির ওপর সহিংসতাকে কাশ্মীরিদের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে ভারত সরকার কর্তৃক কাশ্মীরের স্বাধীনতাপন্থী নেতাদের অবরুদ্ধ করা রাখারও নিন্দা জানানো হয় এবং এই আচরণকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল রেজলিউশনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি এভাবে দাবিয়ে রাখা যাবে না। বিবৃতিতে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল রেজলিউশন অনুযায়ী অবাধ ও পক্ষপাতহীন গণভোটের দাবি জানানো হয়েছে। শুক্রবার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রাণ হারানো হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কাশ্মীর উপত্যকায় সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর ওই বিবৃতি প্রদান করে। গত শনিবার কারফিউ আর বাধা উপেক্ষা করে বুরহান ওয়ানির লাশ নিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন পুলিশ থানা, বিজেপি অফিস এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালান বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। পুলিশ ও সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। সূত্র: দ্য স্টেটসম্যান, ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন