রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনফেরত শিক্ষার্থী দিনাজপুরে নিবিড় পর্যবেক্ষণে

দিনাজপুর ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৬:৩২ পিএম

চীনফেরত এক শিক্ষার্থীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই শিক্ষার্থী গত ২৭ ফেব্রুয়ারি চীনের জেজিয়াং প্রদেশ থেকে মালয়েশিয়া এবং সেখান থেকে বাংলাদেশে আসেন।

সন্দেহভাজন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, ১৩ দিন আগে সুস্থ অবস্থায় চীন থেকে দিনাজপুরে আসেন ওই শিক্ষার্থী। তিনদিন আগে তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হন। এর একদিন পর তার বাবাও জ্বর ও সর্দিতে আক্রান্ত হন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেন, চীন থেকে বাংলাদেশে আসা শিক্ষার্থীদের আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলাম। এর মধ্যে দিনাজপুরের উপশহর এলাকায় একজন অসুস্থ হয়েছে বলে খবর পাই। সে চীনের জেজিয়াং প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গতকাল মঙ্গলবার রাতে আমার নেতৃত্বে সিভিল সার্জন অফিসের একটি মেডিক্যাল টীম ওই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করি। তার শরীরের তাপমাত্রা বেশি হলেও এখনো করোনা সম্পকির্ত কোনো উপসর্গ তার শরীরে পাওয়া যায়নি। এর মধ্যে তার বাবার শরীরেও একই রকম উপসর্গ লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন, আমরা গতকাল রাতেই বিষয়টি সিভিল সার্জন কার্যালয় থেকে ঢাকা আইইডিসিআরকে এ বিষয়ে অবহিত করেছি।
আজ বুধবার দিনের যেকোন সময়ে রংপুরস্থ আইইডিসিআর এর দায়িত্বে থাকা একটি টীম তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন