বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নেপালে প্রথম মহিলা প্রধান বিচারপতির শপথ গ্রহণ

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কারকি। কারকির শপথ গ্রহণের মধ্য দিয়ে নেপালের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিÑ এই তিন শীর্ষ পদে নাম লেখালেন নারীরা। গত সোমবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে কাকরিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট বিদ্যা দেবী। নেপালের ভাইস প্রেসিডেন্ট নন্দ বাহাদুর পুন, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, স্পিকার অনসারি গাত্রী মাগার, নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দিউবা প্রমুখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ১০ এপ্রিল দেশটির বিচারিক কাউন্সিলে প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকির নাম সুপারিশ করা হয়। গত রোববার পার্লামেন্টের একটি প্যানেল সর্বসম্মতভাবে কারকির নিয়োগে অনুমোদন দেয়। ৬৪ বছর বয়সী কারকি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দুর্নীতি দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে নেপালিদের কাছে বেশ জনপ্রিয় তিনি। এর আগে এক খবরে বলা হয়, ৬৪ বছর বয়সী সুশীলা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। দুর্নীতি দমনে কোন ছাড় না দেয়ার জন্য তিনি সবার কাছে বেশ সুপরিচিত।
নিয়োগ পাওয়ার পর পার্লামেন্টের হেয়ারিং স্পেশাল কমিটিতে (পিএইচএসসি) দেয়া এক বক্তব্যে সুশীলা বলেন, সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থায় ঘাটতি রয়েছে তাই দ্রুত বিচারক নিয়োগ দিতে কমিটির প্রতি আহ্বান জানান তিনি। দি হিমালয়ান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন