শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মানবদেহে করোনা প্রতিষেধকের প্রথম প্রয়োগ আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১১:০৭ এএম

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রতিষেধক মানবদেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করা হবে।

প্রথমে একজনকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনটির কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাও দেখা হবে।

বার্তা সংস্থা এপিকে সেই সরকারি কর্মকর্তা বলেছেন, জাতীয় ইনস্টিটিউট অব হেলথ সিয়াটলে এই পরীক্ষা চালাবে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ব্যবহার করা হবে।

এই প্রতিষেধকটি যদি ভালো ফল দেয় তাহলে এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও এক বছরের বেশি সময় লাগবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমানে সারাবিশ্বেই ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো কোভিড ১৯ করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করে যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার রোগীর মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jahidul Islam ১৭ মার্চ, ২০২০, ১১:৩৯ এএম says : 0
মানুষের খমতা খুবই সীমিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন