শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশিয়ায় লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ‘লকডাউন’ অবস্থা বজায় থাকবে। এ সময় বন্ধ থাকবে সকল প্রকার সুপার শপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট ও শপিং কমপ্লেক্স। এমনকি মসজিদগুলোতেও সব ধরনের ধর্মীয় কার্যক্রম বন্ধ থাকবে। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম সাংবাদিকদের বলেন, স¤প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদান করা ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬৬ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে বিকেলের পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন