মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে সত্যিকারের এক প্রেমের গল্প তুমি পাশে, আর কিছুর দরকার ছিল না

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের একটি প্রদেশে ঝড়, বৃষ্টি, বন্যা কিছুই এক দম্পতির বিয়ে আটকে রাখতে পারেনি। প্রচুর বৃষ্টিপাতের কারণে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে জনজীবন প্রায় বিপর্যস্ত। এরমধ্যে পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠান থেকে তারা দমে যাননি। গত সপ্তাহে এই প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বর ও কনে অনেক আগেই তাদের বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা করে রেখেছিলেন। সেই অনুষ্ঠানে তারা দাওয়াত দিয়েছিলেন ৩০০ জনেরও বেশি অতিথিকে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বিয়ের অনুষ্ঠানে আসতে পেরেছিলেন মাত্র ১০ জন। চীনের পিপলস ডেইলি সংবাদপত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং। বর বলেছেন, যদিও আমাদের যথেষ্ট পরিমাণ কোনো অতিথি উপস্থিত ছিল না, লিমোজিন গাড়ি ছিল না, কোনো আঁতশবাজি ফাটানো হয়নি, গান-বাজনা হয়নি কিন্তু এসব কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। স্ত্রীর কথা উল্লেখ করে বর জো টিয়ান বলেন, তুমি পাশে আছো বলে আমার আর কিছুই দরকার ছিল না। এই খবরটি চীনের সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। বহু মানুষ মন্তব্য করেছেন, লাইক দিয়েছেন ও শেয়ার করেছেন। একজন মন্তব্য করেন, এটা সত্যিকারের এক প্রেমের গল্প। দুটো হৃদয় যারা একে অপরকে ভালোবাসে, তাদের কোনো কিছুই আটকে রাখতে পারেনি। অবশ্য অনেকে সমালোচনাও করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তারা তো বিয়ের অনুষ্ঠান পেছাতে পারতেন। আরেকজন লিখেছেন, যা কিছুই হোক না কেন, শেষ পর্যন্ত তারা খুশি হলেই সব ঠিক আছে। সূত্র : বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন