শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ট্রেন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। এতে আহত হয়েছে ৫০ জন যাত্রী। গত মঙ্গলবার ইতালির অ্যান্ডরিয়া ও কোরাটা শহরের মাঝামাঝি এক জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ওইদিন সন্ধ্যায় ২৫ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া আহত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় হাসপাতালে রক্ত দেয়ার জন্য আহ্বান জানিয়েছে। চলতি বছরে এটাই ইতালির সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। তবে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ। সরকার খুব দ্রুত এর পূর্ণ তদন্ত শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইতালির মেয়র কোরাটো মাসিমো বলেছেন, দুর্ঘটনাটি দেখে মনে হচ্ছে এখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলের পাশেই একটি জলপাইগাছের নিচে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে। সেখানে কম আহতদের চিকিৎসাসেবা দেয়া হয়। আর যারা গুরুতর আহত হয়েছে তাদের হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ট্রেন দুটিতে কতজন যাত্রী ছিল এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি রেল কর্তৃপক্ষ। বিবিসি, রয়টার্স, ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন