উত্তর : দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে মাটিতে বসে পড়াই শরীয়তে নিয়ম। শুধু বসতে না পারলে চেয়ারেও বসার কাজটি সারা যায়। যিনি দাঁড়াতে পারেন, তবে বসতে পারেন না, তিনি যেভাবে পারেন, পা ছড়িয়ে কিংবা ঠেস দিয়ে বসবেন। সেজদা দিতে না পারলে ইশারায় দিবেন। বিনা কারণে দাঁড়ানো ও মাটিতে বসা বাদ দিয়ে পুরোটি নামাজ চেয়ারে বসে পড়া ঠিক নয়। কেননা, এটি একটি ঝুলন্ত অবস্থা। শরীয়তে একে বসা বলে না। আর দাঁড়ানোও বলে না। যে বসা ও দাঁড়ানো নামাজে অবশ্য করণীয়। চেয়ারে যেহেতু সে বসাটি হয় না, তাই নির্দিষ্ট কারণ ছাড়া চেয়ারে বসে নামাজ হবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ই-মেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন