বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনার অন্ধকার তাড়াতে আলো প্রজ্বলন মোদির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

বিশ্বজুড়ে ৫০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া নভেল করোনাভাইরাসের অন্ধকার মোকাবেলায় দেশবাসীকে একইসময়ে আলো জ্বালিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে জাতীয় সংহতি দেখানোর আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার স্থানীয় সময় রাত ৯টায় সবাইকে একযোগে ঘরের সব আলো নিভিয়ে নিজ নিজ বাড়ির দরজা, জানালা কিংবা বারান্দায় ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ ও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার ভিডিও কনফারেন্সে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি এ কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি। “৫ এপ্রিল রোববার রাত ৯টায়, আপনারা দয়া করে ঘরের সব আলো নিভিয়ে দেবেন এবং প্রত্যেকে হাতে হয় একটি মোম, না হয় প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালয়ে বারান্দায় এসে ৯ মিনিটের জন্য দাঁড়াবেন,” বলেছেন তিনি। ঘরবন্দি অবস্থায় কেউ যেন নিজেকে একা মনে না করেন সেজন্য এই কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান মোদি। আলো জ্বালানোর সময় কোথাও যেন মানুষ জমায়েত না হয়, তা নিশ্চিত করতেও অনুরোধ করেছেন এ বিজেপি নেতা। “প্রত্যেকের কাছে আমার আরও একটি প্রার্থনা আছে। এই কর্মসূচির সময় কেউ কোথাও জমায়েত হবেন না। প্রত্যেকে তার নিজ বাড়ির দরজা, জানালা বা বারান্দায় আলো হাতে থাকবেন। সামাজিক দূরত্বের লক্ষণরেখা অবশ্যই মেনে চলতে হবে,” বলেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, “এই লকডাউনে আমরা একা নই, প্রত্যেকের সঙ্গে ভারতের ১৩০ কোটি মানুষের সম্মিলিত শক্তি আছে।” করোনাভাইরাস বিরুদ্ধে নির্দেশনা ও প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের পদক্ষেপ জানাতে এ নিয়ে তৃতীয়বার দেশবাসীর সামনে হাজির হলেন মোদি। প্রথমবারে একদিনের জন্য ‘জনতা কারফিউ’র ডাক দিয়েছিলেন তিনি। সেবার সারাদিন ঘরবন্দি থাকার পর অনেক এলাকায় মানুষের জমায়েত ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল। দ্বিতীয় ভাষণে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেন মোদি। “এই অন্ধকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়বো। এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও প্রান্তিক মানুষরা। এই অন্ধকার অতিক্রমে আমাদের একসঙ্গে আলো জ্বালতে হবে। করোনাভাইরাসের অন্ধকার যেন আমাদের ছড়ানো আলোর মুখোমুখি হয় তা নিশ্চিত করুন,” শুক্রবারের ভাষণে বলেন মোদি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন