রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক সিরিয়াল কিলারকে খুঁজছে আরিজোনা পুলিশ

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আরিজোনা পুলিশ ধারণা করছে, ফিনিক্স এলাকায় একের পর এক হত্যাকান্ডের পেছনে একজন সিরিয়াল কিলার রয়েছে। ওই এলাকায় একের পর এক হামলায় সাতজন নিহত হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ফিনিক্স পুলিশ প্রধান জোশেফ ইয়াহনার গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, কাজটি যে করছে তাকে যে চেনে আমরা চাই এমন কেউ বেরিয়ে আসুক। সমস্যা সমাধানে আমাদের সাহায্য করুক। হত্যাকারীকে বিচারের আওতায় আনতে এবং এ ধরনের সহিসংতা যেন আর না ঘটে, সে বিষয়েও সাহায্য করতে জনগণকে এগিয়ে আসতে হবে। গত মার্চ মাসে রাস্তায় হাঁটার সময়ে ১৬ বছরের এক ব্যক্তিকে গুলি করার মধ্য দিয়ে ফিনিক্স এলাকায় একের পর এক হত্যাকা- শুরু হয়। পুলিশ বলছে, গত ১২ জুন পর্যন্ত একই ধরনের একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অধিকাংশই বাড়ির বাইরে রাতে নিহত হয়েছে। ইয়াহনার বলছেন, এ বছরের শুরু থেকে অন্যান্য যেসব হামলার ঘটনা ঘটেছে সেসবের সঙ্গে একই সিরিয়াল কিলার যুক্ত কিনা গোয়েন্দারা তা জানার চেষ্টা করছেন। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন