শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভিডিও কনফারেন্স পাকিস্তান ও চীনা সেনাবাহিনীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পাকিস্তান ও চীনা সেনাবাহিনী ভিডিও কনফারেন্সের আয়োজন করেছে। বেইজিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। দুই সেনাবাহিনীর ক্লিনিক্যাল, টেস্টিং, প্রিভেনশন ও কন্ট্রোল সংশ্লিষ্ট ২০ জনের মতো স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞ এতে অংশ নেন। বেইজিং, উহান ও রাওয়ালপিন্ডির মধ্যে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীনের কর্মকর্তারা প্র্রথমে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নতুন করোনাভাইরাস নিউমোনিয়া শনাক্তকরণ প্রযুক্তি ব্যবস্থা, ম‚ল বিষয়বস্তু, পরীক্ষা ও চিকিৎসা পরিকল্পনাগুলো বর্ণনা করেন। এরপর দুই পক্ষ জরুরি কমান্ড সমন্বয়, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, ক্লিনিক্যাল চিকিৎসা ও অন্যান্য বিষয়ের প্রতি নজর দেন। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসা কৌশল ও নসোকমিক্যাল ইনফেশন নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো গভীরভাবে আলোচনা করা হয়। প্রথমবারের মতো মহামারী প্রতিরোধ ও চিকিৎসার অভিজ্ঞতা বিনিময়ের জন্য পাকিস্তানি পক্ষ চীনকে ধন্যবাদ দেয়। নতুন করোনাভাইরাস নিউমনিয়া মহামারী মোকাবেলায় গুরুত্বপ‚র্ণ ফলাফল অর্জনের জন্য চীনকে অভিনন্দন জানায় পাকিস্তান। জানা গেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ক্ষেত্রে কোন বিদেশী বাহিনীর সঙ্গে চীনা সামরিক বাহিনী এই প্রথম নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ভিডিও কনফারেন্সের আয়োজন করে। উর্দু পয়েন্ট, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন