শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্রান্স হামলার পর নিরাপত্তা জোরদার যুক্তরাজ্যে

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজধানী লন্ডনে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মেয়র সাদিক খান

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলায় ৮৪ জন নিহত হওয়ার পর নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এছাড়া নিস হত্যাকা-ের নিন্দা জানিয়ে সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাজ্যের প্রচেষ্টা দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে। প্রধানমন্ত্রী বলেন, এই দুর্যোগ মুহূর্তে ফ্রান্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে যুক্তরাজ্য। ব্রিটেন ফ্রান্সকে কীভাবে সহযোগিতা করতে পারে সে ব্যাপারে সরকারের ইমার্জেন্সি কোবরা কমিটি জরুরি বৈঠকে বসছে বলে জানান প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি জানায়, ফ্রান্সের এ সন্ত্রাসী হামলায় যুক্তরাজ্যের কয়েকজন নাগরিকও আহত হয়েছেন। এদিকে ফ্রান্সে হামলার পর লন্ডনের মেয়র সাদিক খানও রাজধানীর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। লন্ডনের পুলিশ সিটিহল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা নগরীর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছেন। ইতোমধ্যে মন্ত্রিপাড়া হোয়াইট হল, হাউজ অব কমন্স ইত্যাদিতে লরীর মাধ্যমে হামলা প্রতিরোধে ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। তবে লন্ডনের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বাইরে একই ধরনের ব্যারিয়ার স্থাপন করা হবে কিনা তাও পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় লন্ডন মেয়রের উপদেষ্টা হিসেবে কাজ করা লর্ড টবি হার্বিস অব হ্যরিঙ্গেকে এসব বিষয় পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়েছে। খবরে বলা হয়, মেয়র সাদিক খান ফ্রান্সে হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিষাক্ত এবং বিপথগামী আদর্শ কখনোই জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেন। ফ্রান্সের নিসে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, লন্ডনবাসীরা নিস ও ফ্রান্সের মানুষের দুঃসময়ে এক সাথে রয়েছে। নিস শহরে হামলার প্রেক্ষাপটে সিটি হল ও মেট্রোপলিটান পুলিশ নিরাপত্তা পর্যালোচনা করবে বলে লন্ডনবাসীদের নিশ্চিত করেন শহরটির এই মেয়র। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দেয়া হলে শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়; এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে ফরাসি কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় অর্ধশত মানুষ। পুলিশ চালককে গুলি করে হত্যা করে ট্রাক থামিয়েছে। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন