বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাঘাক্রান্তের খবরে ছাগলের মুখে মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাস্কের ব্যবহার। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে ছাগলকে মাস্ক পরিয়ে খবর হয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক ব্যক্তি। ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। তেলেঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর এলাকার এই বাসিন্দার নাম ভেঙ্কটেশ্বর রাও। বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এই খবর পাওয়ার পরই এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আমার ২০টি ছাগল আছে। আমাদের কোনও চাষের জমি নেই। আমার পরিবার পুরোপুরি ওদের উপরই নির্ভরশীল। তাই বাঘের করোনাভাইরাস হয়েছে শোনার পর আমি ওদেরকেও মাস্ক পরিয়ে দিয়েছি। ছাগলদের চরাতে নিয়ে যাওয়ার সময় তাই তিনি মাস্ক পরাচ্ছেন। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন