বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২২ সহস্রাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলে ২২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে সংস্থাটি জানায়, বুধবার পর্যন্ত তাদের কাছে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী বিশ্বে ২২ হাজার ৭৩ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে সেটি কম হতে পারে। কেননা এখনো ডব্লিউএইচও-তে সরাসরি স্বাস্থ্যকর্মী আক্রান্তের তথ্য জানানোর কোনো পদ্ধতি নেই। প্রাথমিক ফলাফলগুলো দেখাচ্ছে যে, স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে এবং কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমিত পরিবারের সদস্যদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন। সামনের সারির স্বাস্থ্যসেবাকর্মীদের রক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষাম‚লক সরঞ্জাম যেমন মাস্ক, চশমা, গ্লাভস এবং গাউনের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন